ম্যাচ নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ব্যাপারে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2015, 07:06 AM
Updated : 19 March 2015, 08:15 AM

বৃহস্পতিবার খেলা চলাকালে এক অনুষ্ঠানে ভারতের তিন ব্যাটসম্যান আউট হওয়ার খবরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী বলেন, “ইনশাল্লাহ জিতবো।”

প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অস্ট্রেলিয়ার  মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হয়।

সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের পতাকার রঙের কাপড় পরে আসেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শুরুতেই বাংলাদেশ ও ভারতের খেলা প্রসঙ্গে কথা বলেন তিনি। 

শেখ হাসিনা বলেন, “আমি যখন এই অনুষ্ঠানে আসছিলাম তখনো একটিও উইকেট পড়ে নাই। যখন আসছিলাম তখন একটা উইকেট পড়ল, এসে শুনলাম দুইটা উইকেট পড়েছে।”

বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে গত ২১ জানুয়ারি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ক্রিকেটাররা

এসময় উপস্থিত সাংবাদিকরা তিন আঙুল তুলে বলতে থাকেন ‘তিন উইকেট, তিন উইকেট’।

প্রধানমন্ত্রী বলেন, “তিনটা উইকেট?”

সাংবাদিকরা ইতিবাচক জবাব দিলে প্রধানমন্ত্রী বলেন, “ধন্যবাদ সুসংবাদ দেওয়ার জন্য।”

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শেষ দিকেও ম্যাচ নিয়ে কথা বলেন।

“আজকে আমাদের ক্রিকেট টিমকে দেখছেন। আমরা ইংল্যান্ডকে হারিয়েছি। ভারতের তিনটা ফেলে দিয়েছি। জিতেও যেতে পারি।”