ঢাকায় যুবদল নেতার বাড়িতে অর্ধশতাধিক হাতবোমা

পুরান ঢাকার লালবাগে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটির এক নেতার বাড়ি থেকে ৭৪টি হাতবোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2015, 05:34 AM
Updated : 18 March 2015, 07:05 AM

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নেওয়াজের বাড়ি থেকে মঙ্গলবার গভীর রাতে এসব বোমা উদ্ধার করা হয় বলে পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবিদা সুলতানা জানান।

তিনি বলেন, লালবাগের জে এন সাহা সড়কে যুবদল নেতা নেওয়াজের সাত তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে রাতে সাড়ে ১২টার দিকে অভিযান চালানো হয়। তালাবন্ধ ওই ফ্ল্যাটের ভিতর থেকে ৭৪টি হাতবোমা পাওয়া যায়। এছাড়া বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়, যা দিয়ে দেড় হাজারের মতো হাতবোমা বানানো যায়।

যুবদল নেতা নেওয়াজকে পাওয়া যায়নি। তবে ওই বাড়ি থেকে বাদশা ও আলম নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা আবিদা জানিয়েছেন।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

গত কিছুদিন গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ কিছুটা কমলেও রাজধানীতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা এখনো ঘটছে।

নাশকতার এসব ঘটনায় এরইমধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে।