ঠিকানায় ফিরছে আড়াইশ অসহায় পরিবার

বস্তি ছেড়ে নিজ ঠিকানায় ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে আরও ২৫০ অসহায় পরিবার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2015, 01:51 PM
Updated : 17 March 2015, 01:51 PM

ঢাকায় বস্তি জরিপ ও স্থায়ী ঠিকানার তথ্য যাচাই-বাছাইয়ের পর ঋণ মঞ্জুরীর জন্য এসব পরিবারকে চূড়ান্ত করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। 

সম্প্রতি অর্থমন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়ে ঋণ মঞ্জুরী পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে রাখার অনুরোধ করেছে বিকেবি।  

কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসূফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ২৫০ পরিবারকে প্রস্তুত রেখেছি। দাপ্তরিক সব কাজও শেষ করা হয়েছে। এখন শুধু ঋণ মঞ্জুরী পত্র বিতরণ বাকি।”

“এই প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী দিয়েছেন, উনার আগ্রহেই এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে যেমন দারিদ্র্য বিমোচন হচ্ছে, একইসাথে ঢাকা শহরের মান উন্নত হচ্ছে।”

তবে কবে নাগাদ এই ঋণ মঞ্জুরী পত্র বিতরণ করা হবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি এম এ ইউসূফ।

অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, আশা করা হচ্ছে আগামী মাসে যেকোনো দিন রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব পরিবারের সদস্যদের হাতে সুদ ও জামানতবিহীন ঋণ তুলে দেবেন।

ঢাকার বস্তিবাসী অসহায় মানুষদের স্বস্তিকর পরিবেশে নিজ এলাকায় বাসগৃহে প্রত্যাবাসন, ভবিষ্যত প্রজন্মকে একটি উন্নত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দেওয়া, কর্মসংস্থান ও নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করতে বর্তমান সরকার ‘ঘরে ফেরা’ কর্মসূচি নেয়।

২০০৯-১০ অর্থবছরের বাজেটে এই কর্মসূচিরর জন্য ৫ কোটি টাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) অনুকূলে ছাড় করে।

গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কৃষি ব্যাংক ৭৩৯টি বস্তিবাসী পরিবারকে রাজধানী থেকে নিজ নিজ গ্রামে বসবাসের ব্যবস্থা করেছে।

এসব পরিবারের কর্মক্ষম সদস্যদের প্রশিক্ষণ ও ঋণ দিয়ে গ্রামে কাজের ব্যবস্থা করেছে বিকেবি।

ইতোমধ্যে এই পরিবারগুলোকে বিকেবি দুই কোটি ৭১ লাখ টাকা ঋণ দিয়েছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের গৃহায়ণ তহবিলের মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।