বিএনপি নেতাদের মুক্তি চেয়ে নিউ ইয়র্কে বিক্ষোভ

বাংলাদেশে বিএনপি নেতাদের মুক্তি দাবিতে নিউ ইয়র্কে একটি সমাবেশ হয়েছে, যাতে বাংলাদেশের চলমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করা হয়েছে। 

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2015, 06:23 PM
Updated : 16 March 2015, 06:23 PM

রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ‘গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চ’ নামে নতুন একটি সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ ও মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বিএনপির দাবি অনুযায়ী অবিলম্বে মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাংলাদেশের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রতি দাবি জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক জসীমউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সাইদুর রহমানের পরিচালনায় এই কর্মসূচিতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল পাশা বাবুল, অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, গোলাম ফারুক শাহীন, এম এ বাতিন, আতাউর রহমান আতা, মাজহারুল ইসলাম জনি, এম এ খালেক আকন্দ, হাবিবুর রহমান সেলিম রেজা, মাকসুদুল হক চৌধুরী, আশরাফ হোসেন, রুহুল আমিন নাসির প্রমুখ।

এই কর্মসূচির আগে যুক্তরাষ্ট্র বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীর উপস্থিতিতে প্রায় একই এলাকায় ফুডকোর্ট রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন হয়।