পেট্রোল বোমা মেরে পোড়ানো হল আরো এক চালককে

বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে বরিশাল শহরে সিমেন্ট বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা হামলায় চালক দগ্ধ হয়েছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2015, 03:59 AM
Updated : 7 March 2015, 04:04 AM

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর রূপাতলী এলাকায় এ হামলা হয় বলে কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন জানান।

আহত ট্রাক চালক মিজান চৌকিদারকে (৪৮) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিজান পটুয়াখালী জেলার ছোটবিঘা গ্রামের অপু চৌকিদারের ছেলে। পরিবার নিয়ে নগরীর চৌমাথা এলাকায় বাস করেন তিনি।

ওসি সাখাওয়াত জানান, রূপাতলীর দপদপিয়া পুরাতন ফেরিঘাটে অবস্থিত ‘অ্যাংকর সিমেন্ট’ কারখানা থেকে সিমেন্ট নিয়ে নগরীর চৌমাথায় ‘হাওলাদার এন্টারপ্রাইজের’ উদ্দেশ্যে যাচ্ছিলেন মিজান।

কারখানা থেকে কিছু দূর যেতেই ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধ সমর্থকরা।

এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে চালক ট্রাকটি রাস্তার পাশে নামিয়ে দেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে লাগাতার অবরোধ ডাকার পর রাজধানীসহ সারা দেশে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীদের নাশকতার এসব ঘটনায় আগুনে পুড়ে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন কয়েকশ মানুষ।

সরকারসহ দেশের বিভিন্ন মহলের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হলেও এখনো তাতে সাড়া মেলেনি।