রাবি শিক্ষক শফিউল হত্যা: এক নারী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই বিভাগের এক নারী কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2015, 06:36 PM
Updated : 6 March 2015, 06:36 PM

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডি এলাকার একটি বাড়ি থেকে নাসিমা আক্তার রেশমাকে গ্রেপ্তার করা হয়।

রেশমা অধ্যাপক শফিউল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আগে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ঠিকাদার আবদুস সামাদ পিন্টুর স্ত্রী এবং সমাজবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার।

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেহেরচণ্ডি এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে শফিউল হত্যায় জড়িত সন্দেহে রেশমাকে গ্রেপ্তার করা হয়েছে।

হত্যার কিছুদিন আগে রেশমার সঙ্গে ড. শফিউল ইসলামের কথা কাটাকাটির ঘটনা ঘটে। সেই ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের সম্পৃক্ততা আছে বলে সন্দেহ করা হচ্ছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা।

গত বছরের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হন অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম।