প্রার্থি হতে টিআইএন লাগবে: ইসি

প্রার্থীদের জন্য টিআইএন বা কর দাতার শনাক্তকরণ নম্বর বাধ্যতামূলক করায় জাতীয় ও স্থানীয় নির্বাচনে মনোনয়নপত্রে সংশোধন আনছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2015, 04:24 PM
Updated : 6 March 2015, 04:24 PM

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে অগ্রাধিকার ভিত্তিকে এ সংক্রান্ত আচরণ বিধিমালার সংশোধনী বৃহস্পতিবার আইনমন্ত্রনালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছেন ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।

শিগগির মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্রে ১২ ডিজিটের টিআইএন নম্বর যুক্ত করার বিষয়টি রেখে মনোনয়নপত্র ছাপানো হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

আগে সব প্রার্থীকে মনোনয়ন ফরমে আয়কর দাতা অথবা আয়কর দাতা নন নির্ধারিত ঘরে টিক চিহ্ন দিতে হত।

আয়কর দাতা হলে সর্বশেষ রিটার্নের কপি ও কর পরিশোধের প্রমাণপত্র জমা দিতে হত। তবে করদাতা না হলে বিষয়টি প্রযোজ্য হতো না।

ইসির উপ সচিব আবদুল অদুদ জানান, প্রার্থী হলে তাকে অবশ্যই টিআইএন নম্বর দিতে হবে। আগ্রহীদের দ্রুত টিআইন নম্বর করে নেওয়ার অনুরোধ জানান তিনি।

গত বছর জুলাই থেকে আয়কর অধ্যাদেশ অনুযায়ী সংসদ, সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ১২ ডিজিটের টিআইএন নম্বর দেওয়া বাধ্যতামূলক করে জাতীয় রাজস্ব বোর্ড।

ইসির এ কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিধিমালায় সংশোধনী এনে পর্যায়ক্রমে অন্যান্য নির্বাচনেও টিআইন নম্বর দেওয়ার জন্য মনোনয়নপত্রে সংশোধন আনা হবে।