‘তারাই হরতাল মানছেন না, জনগণ মানবে কেন?’

হরতাল-অবরোধ ডেকে বিএনপি জোটের নেতাকর্মীরা নিজেরাই মানছেন না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2015, 01:40 PM
Updated : 6 March 2015, 02:30 PM

শুক্রবার বিকালে গাজীপুরে মন্ত্রী বলেন, যারা হরতাল-অবরোধ ডেকেছেন, তারা নিজেরাই তো মানছেন না, জনগণ কীকরে মানবে?

যারা হরতাল ডাকে, তাদের নিজেদের সব ব্যবসা প্রতিষ্ঠান, তাদের মালিকানাধীন ঢাকা সিটিতে চলাচলকারী ও দূরপাল্লার গাড়ি চলছে।

এখন হরতাল-অবরোধের চেহেরা পাল্টে গেছে। হরতালে দোকান-পাট বন্ধ নেই, যানবাহন চলাচল তো একেবারেই স্বাভাবিক।

এখন মহসড়কে যানজট হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় মাওনা ওভারব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মন্ত্রী জানান, আগামী জুন মাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে। ইতিমধ্যে মহাড়কের উপর নির্মাণাধীন মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের ৯৬ শতাংশ কাজ শেষ হয়েছে।

এপ্রিলের প্রথম সপ্তাহে যানবাহন চলাচলের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

এছাড়া জয়দেবপুর থেকে ভালুকা পর্যন্ত সেনাবাহিনী চারলেনের যে কাজটি করছে তা মে মাসে শেষ হবে। তারা ইতোমধ্যে এ প্রকল্পের ৭৬ শতাংশ কাজ শেষ করেছে।

আর পুরো প্রকল্পের কাজ জুনের মধ্যে শেষ হবে বলে জানান মন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  এ প্রকল্পের পরিচালক মো. হাফিজুর রহমান, সড়ক ও জনপথের ঢাকা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব আহমেদ খান, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবুদ্দি খান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মেজর তামিম প্রমুখ।