চট্টগ্রামে ব্যবসায়ী খুন, প্রতিপক্ষের বস্তিতে আগুন

বন্দরনগরীর হালিশহর এলাকায় এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2015, 07:22 AM
Updated : 7 March 2015, 07:05 PM

বৃহস্পতিবার রাত ১০টার দিকে আবাসিক এলাকায় এ হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের দখলে থাকা একটি বস্তিতে আগুন দিয়েছে ওই ব্যবসায়ীর সমর্থকরা, এতে পুড়ে গেছে ১১টি বসতঘর ও চারটি দোকান। 

নিহত নূর মোহাম্মদ (৪০) জমির ব্যবসায় জড়িত ছিলেন। জমি নিয়ে শফি নামে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলছিল বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কয়েকজন লোক এসে বাসা থেকে ডেকে নিয়ে নূর মোহাম্মদকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

বিষয়টি জানার পর নূরের লোকজন এ হত্যাকাণ্ডের জন্য শফিকে দায়ী করে তার দখলে থাকা বস্তিতে আগুন দেয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিষু দাশ জানান, বন্দর ফায়ার স্টেশনের দুটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বস্তির ১১টি বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি বলে জানান তিনি।