ছেঁউড়িয়ায় লালন উৎসব শুরু

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী লালন স্মরণোৎসব।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 04:06 PM
Updated : 5 March 2015, 04:06 PM

বুধবার রাতে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

লালন একাডেমীর সভাপতি কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনেরর সভাপতিত্বে প্রথম দিনের মঞ্চে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম।

সভায় লালন সাইজির জীবনাদর্শন নিয়ে আলোচনা করেন ঢাকা আইডিয়াল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপক রবীন্দ্র নাথ বিশ্বাস ও ফকির লালন শাহের মাজারের প্রধান খাদেম মহম্মদ আলী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেলা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন লালন একাডেমীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হক।

আলোচনা সভা শেষে মঞ্চে লালন সঙ্গীত পরিবেশন শুরু হয়। এতে লালন একাডেমীর শিল্পীরা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতনামা বাউল শিল্পী ও ভক্তবৃন্দরা অংশ নেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা ও কুষ্টিয়া লালন একাডেমী উৎসবের আয়োজন করেছে।

লালন ফকিরের জীবদ্দশা থেকে লালন ভক্তরা প্রতি বছরই এ উৎসব পালন করে আসছে। উৎসবকে ঘিরে আখড়াবাড়ি সংলগ্ন কালীগঙ্গার বিস্তীর্ণ  এলাকা জুড়ে গ্রামীণ মেলা বসে।