ফরিদপুরে মেছো বাঘ আটক

ফরিদপুরের মধুখালীতে একটি মেছো বাঘ আটক করেছে এলাকাবাসী।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 03:24 PM
Updated : 5 March 2015, 03:24 PM

বৃহস্পতিবার দুপুরে ফাঁদ পেতে বাঘটি আটক করে উপজেলার সদর ইউনিয়নে খোকসার হাট গ্রামের বাসিন্দারা।

মধুখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ সতেজ বলেন, খোকসার হাট গ্রামে একটি মেছো বাঘ ধরা পড়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে বন বিভাগকে বলা হয়েছে।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবউল্লাহ বলেন, বাঘটি গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

মধুখালী বন বিভাগের কর্মকর্তা মো. ফরিদউজ্জামান বলেন, “গ্রামবাসী একটি মেছো বাঘ ধরেছে বলে আমি জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী জানায়, গত এক মাস ধরে ওই গ্রামে প্রতিদিনই হাঁস, মুরগি ও ছাগল হরণের ঘটনা ঘটছিল। খাসি ধরে নিয়ে মেরে ফেলা ও খেয়ে ফেলার ঘটনা ঘটছিল।

গ্রামবাসী জন্তুটিকে ধরার জন্য মঙ্গল সর্দারের বাড়ির পাশে আখ ক্ষেতের পাশে  ফাঁদ পেতে রাখে। ওই ফাঁদেই মেছো বঘাটি ধরা পড়ে।

গত শুক্রবার সদর উপজেলার দুর্গম চরে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে।