সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র হলেন আওয়ামী লীগের মামুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল মামুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 02:41 PM
Updated : 5 March 2015, 03:16 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শাহীনুর ইসলাম প্রামানিক এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়র পদে আবদুল্লাহ আল মামুন ৩ হাজার ৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মশিয়ার রহমান পেয়েছেন ২ হাজার ৩৮০ ভোট।

এ নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলার মোট ১২ হাজার ৩১০ জন ভোটার, ৯টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানান রিটার্নিং অফিসার শাহীনুর ইসলাম।

দুর্নীতির অভিযোগে পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজুকে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০১৪ সালে ৩০ সেপ্টেম্বর বরখাস্ত করলে মেয়র পদটি শূন্য হয়।