মুক্তিপণ দিয়ে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা থেকে অপহরণের ৩৪ ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশুকে ছয় লাখ টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধারের পর এখন সেই টাকা উদ্ধারের চেষ্টায় নেমেছে পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 02:03 PM
Updated : 5 March 2015, 02:03 PM

বুধবার রাতে রুহানা আক্তার রিমা নামের শিশুটিকে উদ্ধারের পর তার ফুপুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন গজারিয়া থানার ওসি মো. ফেরদাউস হোসেন।

গ্রেপ্তার তিনজন হলেন- রিমার ফুপু ফরিদা বেগম (৪৫), আমজাদ (৩০) ও খাদিজা (৪০)।

গজারিয়া উপজেলার বক্তারকান্দি গ্রামের সৌদি আরব প্রবাসী রোকন প্রধানের মেয়ে রিমা মঙ্গলবার দুপুরে গ্রামের মসজিদের পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। রাতে তার মা লিজা বেগমকে ফোন করে ছয় লাখ টাকা মুক্তিপণ চায় এক ব্যক্তি।

এ ঘটনায় লিজা বেগম বাদী হয়ে গজারিয়া থানায় একটি অপহরণ মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে।

ওসি জানান, পুলিশ পরিচয় গোপন করে মুক্তিপণের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে অপরণকারীরা তাদের নারায়ণগঞ্জের মদনপুরে আসতে বলে। সে অনুযায়ী পুলিশ সেখানে অবস্থান নিয়ে থাকে।  

অপহরণকারী দলের এক সদস্য বুধবার রাত ১১টার দিকে মদনপুরে নির্ধারিত স্থানে এসে ছয় লাখ টাকা নিয়ে যায়।

ওই দলের সদস্য ফরিদা বেগম পরে রিমাকে ফিরিয়ে দিতে এলে ওঁৎ পেতে থাকা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আমজাদ ও খাদিজাকে।

ওসি জানান, মুক্তিপণ হিসাবে দেওয়া টাকা উদ্ধার এবং এই অপহরণে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।