ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত ট্রেন উদ্ধারের পর ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 12:50 PM
Updated : 5 March 2015, 02:52 PM

আমিরগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মওলা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই রুটে আবার রেল চলাচল ফের শুরু হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা উদ্ধারকারী ট্রেনের সহায়তায় লাইনচ্যুত জয়ন্তিকা এক্সপ্রেস উদ্ধারের পর গন্তব্যে রওনা হয়।

এর আগে বিকাল পৌনে ৫টার দিকে নরসিংদীর রায়পুরায় জয়ন্তিকা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

 ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ জানাতে পারেননি স্টেশন মাস্টার।

এদিকে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট রেলগেইট এলাকায় লাইনচ্যুত হয় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেসের পাঁচটি বগি।

রেলপথের এই অংশে ‘ডবল লাইন’ থাকায় অন্য লাইন দিয়ে চট্টগ্রামের পথে রেল যোগাযোগ চালু রাখা হয়।