দাগনভূঞায় ফিলিং স্টেশনে বোমাবাজি, টাকা লুট

ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি ফিলিং স্টেশনে হাতবোমা ফাটিয়ে ভাংচুরের পর ক্যাশ থেকে টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 12:33 PM
Updated : 5 March 2015, 12:33 PM

বিএনপি জোটের ডাকা অবরোধ-হরতালের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে ক্ষতিগ্রস্ত ইব্রাহীম অ্যান্ড ব্রাদাস ফিলিং স্টেশনের মালিকের অভিযোগ।

দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সল জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে চৌমুহানীর পুরাতন ডাকবাংলা সড়ক এলাকায় হামলার ঘটনা ঘটে।

স্টেশন মালিক মোহাম্মদ ইলিয়াছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, অবরোধের মধ্যে ফিলিং স্টেশন খোলা রাখার কারণে তাকে বেশ কিছু দিনধরে হুমকি দেওয়া হচ্ছিল। হরতালকারীদের হামলায় তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

তিনি বলেন, “রাতে ফিলিং স্টেশনে অন্য কোনো যানবাহন ছিল না। ১০/১২ জন মুখোশধারী এসে ৫/৭টি হাতবোমা ফাটায়, স্টেশনের চারটি তেল ডেলিভারি মেশিন ও অফিসের জিনিসপত্র ভাংচুর করে ও ক্যাশের টাকা লুট করে নিয়ে যায়। পুলিশ আসার খবরে পালিয়ে যায়।”  

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি ফয়সল।