পিনাক মালিকের জামিন স্থগিত

সাত মাস আগে পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর মালিক আবু বকর সিদ্দিক কালুর জামিন স্থগিত করে দিয়েছে চেম্বার আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 10:12 AM
Updated : 5 March 2015, 11:21 AM

আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার দুই সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দেন।

হাই কোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ সোমবার পিনাক মালিককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল।

চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। মালিকের পক্ষে ছিলেন এএম আমিন উদ্দিন।

মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মাওয়া ঘাটে যাওয়ার পথে গত বছরের ৪ অগাস্ট পদ্মায় ডুবে যায় পিনাক-৬। এরপর আট দিনের অভিযানে অর্ধশত যাত্রীর লাশ মিললেও লঞ্চটি সনাক্ত বা উদ্ধার করা যায়নি।

ওই ঘটনায় বেপরোয়া নৌযান চলাচল, অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে গতবছর ৫ অগাস্ট লৌহজং থানায় মামলা করেন বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূইয়া, যাতে পিনাকমালিক আবু বকর, লঞ্চের সারেং ও সুকানিসহ ছয়জনকে আসামি করা হয়।

১৩ অগাস্ট চট্টগ্রাম থেকে আবু বকরকে গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

চলতি বছরের জানুয়ারিতে বিচারিক আদালতে জামিন চেয়ে বিফল হওয়ার পর তিনি হাই কোর্টে আসেন।

আবু বকর সিদ্দিক মেদিনীমণ্ডল ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তার বাড়ি মাওয়া ঘাটের কাছে দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামে।