সালিশ না মানায় প্রতিপক্ষের হামলা, গৃহবধূর মৃত্যু

যশোরে জমির বিরোধ মীমাংসায় সালিশের সিদ্ধান্ত না মানায় প্রতিপক্ষের মারধরে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 08:31 AM
Updated : 5 March 2015, 09:17 AM

সদর উপজেলার ভায়না গ্রামে বুধবার রাত ৯টার দিকে ওই ঘটনায় নিহত রাধা রানী মণ্ডলের (৫৫) স্বামী-সন্তানসহ আরো চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে।

আহতরা হলেন- রাধার স্বামী কার্তিক চন্দ্র মণ্ডল (৬০), ছেলে মনি শঙ্কর মণ্ডল (২৬), দেবর দেবু মণ্ডল (৪৫) ও ভাসুর মনর মণ্ডল (৫৭)। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোর কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাস আলী জানান, তারা জিজ্ঞাসাবাদের জন্য রিপন ও বিভীষণ নামে দুইজনকে আটক করেছেন।

আহতরা জানান, জমি নিয়ে কার্তিকের সঙ্গে প্রতিবেশী তপন ও রতনের বিরোধ ছিল। বিষয়টি নিয়ে বুধবার রাত ৯টার দিকে স্থানীয়ভাবে সালিশ ডাকা হয়।

কার্তিক সালিশের সিদ্ধান্ত মানতে রাজি না হওয়ায় প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং কয়েকজনকে পিটিয়ে আহত করে।  

আহতদের হাসপাতালে নেওয়ার পর রাধা রানীর মৃত্যু হয় বলে জানান ওসি।

তিনি বলেন, পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।