ব্রাহ্মণবাড়িয়ায় উপকূল এক্সপ্রেস লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে, যার ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 07:15 AM
Updated : 5 March 2015, 07:15 AM

ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার মহিদুর রহমান জানান, নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে বহস্পতিবার সকাল তার স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতিতে থামে উপকূল এক্সপ্রেস।

সকাল ১০টা ৪০ মিনিটে ট্রেন স্টেশন ছাড়ার পরপেই পুনিয়াউট রেলগেইট এলাকায় বাঁক ঘোরার সময় ট্রেনের পাঁচটি বগি লাইন থেকে বেরিয়ে যায়। এ সময় যাত্রীরা আতঙ্কে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।

“এতে কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে মনে হচ্ছে রেলপথের দুর্বলতার  কারণেই দুর্ঘটনা ঘটেছে,” বলেন স্টেশন মাস্টার।

তিনি বলেন, রেলপথের এই অংশে ‘ডবল লাইন’ থাকায় যোগাযোগ বন্ধ হয়নি। এক লাইন বন্ধ থাকায় আপাতত ‘রেশনিং’ করে দুই দিকের ট্রেনই চালু রাখা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গেছে। লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন মহিদুর রহমান।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি একই স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচুত হয়েছিল।