ক্রিকেটারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 06:39 AM
Updated : 9 March 2015, 11:33 AM

বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপে বিজয়ের ধারা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার স্কটল্যান্ডের দেওয়া ৩১৯ রানের লক্ষ্য তাড়া করে ছয় উইকেটের জয় পায় বাংলাদেশ। ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে বাংলাদেশের জয়ের রেকর্ডও এটা।

বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ে বার্তা পাঠিয়ে ক্রিকেটারদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের পাশাপাশি ম্যানেজার, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরও অভিনন্দন জানানো হয়েছে।

বিজয়ের ধারা অব্যাহত রেখে ক্রিকেটাররা ‘সব বাধা অতিক্রম করে’ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন তিনি।

এছাড়া পৃথক এক বার্তায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।