চট্টগ্রামে পেট্রোল বোমায় ২ ব্যক্তি দগ্ধ

চট্টগ্রামের হাটহাজারীতে পেট্রোল বোমায় দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 07:34 PM
Updated : 4 March 2015, 08:38 PM

বুধবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসা নামক স্থানে সিএনজি অটোরিকশায় পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা।

এতে সিএনজির চালক ও এক যাত্রী দগ্ধ হন।

সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিদগ্ধ দুই জনের মধ্যে রণজিৎ নাথ (৩০) নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অবশ্য তারা পেট্রোল বোমা হামলায় দগ্ধ কিনা তা নিশ্চিত করে জানাতে পারেননি হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুই জন অগ্নিদগ্ধ হয়েছে জেনেছি। তবে তা পেট্রোল বোমার কারণে কিনা নিশ্চিত হতে পারিনি।”

এদিকে রাতে ঢাকাগামী মেইল ট্রেন থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ছাড়ার আগে চট্টগ্রাম স্টেশনে থাকা মেইল ট্রেনের একটি বগিতে তল্লাশি চালিয়ে এসব পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিজিবি চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা মেজর সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেইল ট্রেনের যাত্রীবাহী একটি বগিতে মালামাল রাখার স্থানে একটি স্কুল ব্যাগে থেকে এসব বোমা পাওয়া যায়।

ওই ট্রেনে থাকা যাত্রীদের কেউই ওই ব্যাগের মালিকানা স্বীকার করেননি।