নির্যাতন করে গর্ভপাত, স্বামীর কারাদণ্ড

গৃহবধূকে লাথি মেরে গর্ভপাত ঘটানোর দায়ে স্বামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন রংপুরের একটি আদালত।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 04:59 PM
Updated : 4 March 2015, 04:59 PM

বুধবার বিকেলে রংপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই আদেশ দেন।

দণ্ডিত দুলু মিয়া (২৮) পীরগাছা উপজেলার প্রতাপবিষু গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। 

২০০৮ সালে একই উপজেলার জয়সেন এলাকার নুর হোসেনের মেয়ে চায়না বেগমের (২৫) সঙ্গে দুলু মিয়ার বিয়ে হয়।

রংপুরের অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেজাউল করিম জানান, ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী চায়না বেগমের পেটে লাথি মারেন। এ সময় চায়না সাত মাসের গর্ভবতী ছিলেন। পরদিন তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি মৃত সন্তান প্রসব করেন। 

সুস্থ হওয়ার পর চায়না বাদী হয়ে পীরগাছা থানায় স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মাধ্যমে গর্ভপাতের অভিযোগে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী ফারুক মোহাম্মদ রেজাউল করিম জানান, আদালত উভয়পক্ষের পক্ষের শুনানি শেষে দুলু মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।