সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কের কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

সোয়াইন ফ্লু রোগ প্রতিরোধে পর্যাপ্ত ওষুধ সরকারের কাছে মজুদ রয়েছে জানিয়ে এ ব্যাপারে আতঙ্কিত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 03:41 PM
Updated : 4 March 2015, 03:41 PM

বুধবার জাতীয় সংসদে এক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ আছে। আরও ওষুধ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ৬৪টি জেলায় এ রোগে আক্রান্ত রোগীদের আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।”

“আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

এ সময় সোয়াইন ফ্লু নিয়ে খবর প্রচারে গণমাধ্যমের সহযোগিতাও চান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, “মিডিয়াকে ধন্যবাদ তারা এ বিষয়ে সচেতন করছে। তবে সতর্ক থাকতে হবে। আতঙ্কিত হওয়ার দরকার নেই।”

স্বাস্থ্য মন্ত্রী এসময় বিমানবন্দর, সমুদ্র বন্দরসহ বিভিন্ন বন্দরে সাতটি থার্মাল স্ক্যানার বসানোর কথাও সংসদে জানান।

ভারতে সম্প্রতি সোয়াইন ফ্লু প্রাদুর্ভাবের পর বাংলাদেশে কোনো রোগী পাওয়া যায়নি বলেও জানান মন্ত্রী।