রাষ্ট্রপতির সঙ্গে নতুন ১০ বিচারপতির সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১০ বিচারক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 03:32 PM
Updated : 4 March 2015, 03:32 PM

বুধবার বিকেলে বিচারপতিরা বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

বিচারপতিরা হলেন, এস এম মুজিবুর রহমান, ফরিদ আহমেদ শিবলী, আমীর হোসেন, খিজির আহমেদ, রাজিক আল জলিল, জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী, ভীষ্মদেব চক্রবর্তী, এম ইকবাল কবির, এম সেলিম, এম সোহরাওয়ার্দী।

গত ১২ ফেব্রুয়ারি অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন এই ১০ জন।

ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি মামলা জট কমানোর ওপর জোর দিযেছেন। একই সঙ্গে তিনি মামলা জট কমাতে উচ্চ ও নিম্ন আদালতে আরও বিচারক নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।”

রাষ্ট্রপতি এসময় বিচারবিভাগের ভাবমূর্তি রক্ষায় বিচারপতিদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।