অভিজিৎ হত্যার বিচার দাবিতে জগন্নাথে মানববন্ধন

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা, লেখক অভিজিৎ রায় হত্যার বিচার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে  কয়েকটি সাংস্কৃতিক সংগঠন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 12:48 PM
Updated : 4 March 2015, 12:48 PM

বুধবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচায অধ্যাপক মীজানুর রহমান বলেন, “মত প্রকাশের স্বাধীনতা প্রতিটি মানুষের আছে। এটা কোন কিতাবে আছে যে, আমি ধর্মে বিশ্বাস করি না, এ কথা বললে আমাকে হত্যা করা হবে?”

অভিজিৎ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

মানববন্ধনে উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটিসহ অন্যান্য সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়। লেখালেখির জন্য জঙ্গি গোষ্ঠীর হুমকি পাচ্ছিলেন তিনি।