কিশোরগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 11:55 AM
Updated : 4 March 2015, 11:55 AM

বুধবার দুপুরে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদিক গোলাম সারওয়ার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত উজ্জ্বল কুমার সূত্রধর করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের বাসিন্দা। মামলার শুরু থেকেই পলাতক তিনি।

একইসঙ্গে উজ্জ্বলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় উজ্জ্বলের মা গীতা রাণী সূত্রধরকে খালাস দেওয়া হয়েছে।

মামলায় বলা হয়, হোসেনপুর উপজেলার কুড়িমারা গ্রামের মণি রাণী মোদকের সঙ্গে  ১৯৯৮ সালে উজ্জ্বলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন উজ্জ্বল। ২০০২ সালের ১০ জুলাই দুই লাখ টাকা যৌতুকের জন্য মণিকে শারীরিক নির্যাতনের এক পর্যায়ে শ্বাসরোধে হত্যা করে ঘরের শয়নকক্ষে ঝুলিয়ে রেখে ‘আত্মহত্যা’ বলে প্রচার করে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত  করলে হত্যার বিষয়টি ধরা পড়ে। পরে ২১ জুলাই মণির বড় ভাই উত্তম কুমার মোদক দুই জনকে আসামি করে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার এসআই সালেহুজ্জামানের প্রতিবেদনের ভিত্তিতে ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

রাষ্ট্রপক্ষে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি এম এ আফজাল ও আসামিপক্ষে কেরামত আলী শুনানি করেন।