মাগুরায় ৩ ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে পুলিশে দিল গ্রামবাসী

মাগুরা সদর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে আটকের পর তিন যুবককে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 06:08 AM
Updated : 4 March 2015, 06:08 AM

মঙ্গলবার রাতে বাশঁকোঠা গ্রামের মাগুরা-টেংগারখালী সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ওই যুবকদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও ভাংচুর করেছে বলে মাগুরা সদর থানার এসআই মিলন হোসেন জানান।

আটকরা হলেন- আল আমিন (২০), সাব্বির (২২) ও উজ্জ্বল (২১)।

স্থানীয়রা বলছেন, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে আসা ওই তিন যুবক কয়েকজন পথচারীকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে গ্রামবাসী এক হয়ে তাদের ধাওয়া করে।

“পালাতে গিয়ে এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে তিনজনই রাস্তায় পড়ে যায়। এরপর গ্রামবাসী তাদের বেদম পিটুনি দেয় এবং মোটরসাইকেলটি ভাঙচুর করে,” বলেন ওসি।

তিনি জানান, আটক তিনজনকে পুলিশের হেফাজতে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মাগুরা-টেংগাখালি সড়কের বিভিন্ন স্থানে এ ধরনের ছিনতাইয়ের  শিকার হয়ে আসছেন পথচারীরা।