পঞ্চগড়ে বাস-ট্রাকে আগুন, অল্পের জন্য বাঁচলেন চারজন

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি বিআরটিসি বাস ও ট্রাকে অবরোধ সমর্থকদের দেওয়া আগুন থেকে অল্পের জন্য বেঁচে গেছেন দুই চালকসহ চারজন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 06:02 AM
Updated : 4 March 2015, 08:26 AM

উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুল ঝুলা বাজারে দাঁড় করিয়ে রাখা বাস ও ট্রাকটিতে মঙ্গলবার গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় বলে বোদা থানার ওসি মজনুর রহমান জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বাজারের কাছে রাতে গাড়ি রেখে ভেতরে ঘুমিয়ে ছিলেন বাস ও ট্রাকের চালকসহ অন্যরা।

রাত সাড়ে ৩টার দিকে একদল লোক এসে প্রথমে রড দিয়ে দুই গাড়ির জানালার কাচ ভাংচুর করে। কাচ ভাঙার শব্দ শুনে বিআরটিসির বাসের চালক আল আমিন, হেলপার লালন, ট্রাক মালিক শওকত আলী ও চালক সুমন মিয়া জানালা দিয়ে লাফিয়ে পড়েন বলে জানান ওসি।

“পরে হামলাকারীরা পেট্রোল ছিটিয়ে দুই গাড়িতে আগুন দেয়।ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর আগেই গাড়ি দুটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।”

ট্রাকমালিক শওকত আলী জানান, ছয়জন হামলাকারী দুটি মোটরসাইকেলে করে এসেছিল। এদের মধ্যে দুইজন মোটর সাইকেলে বসে ছিল। অন্যরা ভাংচুর আর আগুন দেয়।

গত সোমবার ভোরেও পঞ্চগড় শহরের মিঠাপুকুর এলাকায় দুটি বাস এবং জগদল ও টুনিরহাটে আওয়ামী লীগ কার্যালয়ে একই কায়দায় আগুন দেওয়া হয়।