বৃষ্টি ঝরাচ্ছে পশ্চিমা লঘুচাপ

পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 05:46 AM
Updated : 4 March 2015, 05:46 AM

বুধবার সকাল থেকে খেপুপাড়ায় ৪ মিলিমিটার এবং পটুয়াখালী, যশোরে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এছাড়া ময়মনসিংহ, ফরিদপুর, মাইজদীকোর্ট, রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবারও ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।

ফাল্গুনের শেষভাগে এই হালকা বৃষ্টি স্বাভাবিক বলেই মনে করছেন আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুর রহমান।

তিনি বলেন, “ওয়েস্টারলির প্রভাবে হালকা বৃষ্টি হচ্ছে। আজ সারাদিন এমনকি বৃহস্পতিবারও বরিশাল, চট্টগ্রামে থেমে থেমে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে রোদেলা আবহাওয়া পাওয়া যাবে বলেই মনে হচ্ছে।”

মার্চের শেষভাগে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানান এই আবহাওয়াবিদ।

আবহাওয়া অধিদপ্তর এ মাসে দু-তিনটি কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে। মাসের শেষ দিকে উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ ছাড়াও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে।

তাপপ্রবাহের সময় তাপমাত্রা বেড়ে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।