জগন্নাথে ই-লাইব্রেরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ই-লাইব্রেরি’ উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 05:29 PM
Updated : 3 March 2015, 05:29 PM

কেন্দ্রীয় গ্রন্থাগারে মঙ্গলবার তিনি ‘দৈনিক পত্রিকা সংরক্ষণ’ শাখাও উদ্বোধন করেন।

মীজানুর রহমান বলেন, ‘ই-লাইব্রেরি’র মাধ্যমে বিশ্বের খ্যাতনামা প্রকাশনা সংস্থা স্প্রিঙ্গার, ম্যাকগ্রা-হিল এডুকেশন, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি প্রেস, টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপসহ অন্যান্য প্রকাশনা সংস্থার বিভিন্ন বিষয়ের প্রায় ২৪ হাজার বই ব্যবহারের সুযোগ পাবে শিক্ষার্থীরা।

তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে তার লাইব্রেরি। তাই লাইব্রেরিকে আন্তর্জাতিক ও উন্নত মানের, আধুনিক ও যুগোপযোগী করার জন্য ই-লাইব্রেরির বিকল্প নেই। এছাড়া ‘দৈনিক পত্রিকা সংরক্ষণ’ শাখার মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকরা উপকৃত হবেন।

গ্রন্থাগারের জন্য বিশ্ববিদ্যালয়ের পরবর্তী বাজেটে আরও বেশি অর্থ বরাদ্দের প্রতিশ্রুতিও দেন তিনি।