কোকোর চেহলাম বুধবার

ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম বুধবার নিজের কার্যালয়ে আয়োজন করেছেন খালেদা জিয়া।  

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 04:37 PM
Updated : 3 March 2015, 05:02 PM

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় শুনানির আগের দিন তার প্রেসসচিব মারুফ কামাল খান এই অনুষ্ঠানের কথা সাংবাদিকদের জানিয়েছেন।

জিয়া ট্রাস্টের ওই দুই মামলায় খালেদার বিরুদ্ধে গত সপ্তাহে আদালতের পরোয়ানা জারির পর তার গ্রেপ্তার নিয়ে এখন আলোচনা চলছে।  

খালেদার সঙ্গে দুই মাস ধরে ওই কার্যালয়ে অবস্থানরত মারুফ কামাল মঙ্গলবার রাতে টেলিফোনে সাংবাদিকদের চেহলাম অনুষ্ঠানের বিস্তারিত বিষয়গুলো জানান।

“সকাল থেকে কুরআনখানি অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর দোয়া মাহফিল হবে।”

খালেদা জিয়া সারাদেশে দলের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আরাফাতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানিয়েছেন বলে প্রেসসচিব জানান।

মুদ্রা পাচারের মামলায় দণ্ড নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে থাকার মধ্যে গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত।

দশম সংসদ নির্বাচনের বছর পূর্তিতে রাজনৈতিক উত্তাপের মধ্যে গত ৩ জানুয়ারি থেকে কার্যালয়ে থাকাকালেই ছেলের মৃত্যুর খবর পান খালেদা। ২৭ জানুয়ারি আরাফাতের লাশ দেশে এলে কার্যালয়ে থেকেই ছেলেকে শেষ বিদায় জানান তিনি।

আরাফাতকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুর দিন থেকে গুলশান কার্যালয়ে প্রতিদিন কুরআনখানি ও দোয়া মাহফিল হচ্ছে।