লক্ষ্মীপুর আ. লীগের সম্মেলনে ক্যামেরা ও মোবাইল ফোন চুরি

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থল থেকে সাংবাদিক ও নেতাকর্মীদের ক্যামেরা ও মোবাইল ফোন চুরি হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 04:23 PM
Updated : 3 March 2015, 04:23 PM

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত লক্ষ্মীপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিসহ সাতজনের ক্যামেরা ও মোবাইল ফোন চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় অন্তত তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে পুলিশ।

এরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার চৌধুরী বাজার এলাকার হাসান, সুজন ও রায়পুর পৌর এলাকার মো. নুর আলম।

চুরির শিকার কয়েকজনের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার জানান, সকালে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে  সম্মেলনস্থলে প্রবেশের সময় তাদের পকেট থেকে মোবাইল ফোনসহ নগদ টাকা এবং সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে আসা কয়েকজন সাংবাদিকের ভিডিও ক্যামেরা চুরি হয়।

এ সময় দৈনিক যুগান্তর ও এনটিভি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের ৫১ হাজার টাকা ও ক্যামেরা,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপনের ভিডিও ক্যামেরা, স্থানীয় সাংবাদিক এবিএম সাগরের ক্যামেরা চুরি হয়।

জুনায়েত কাউসার আরও জানান, একই সময় রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কামরুল হাসান রাসেলের মোবাইল ফোন, রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহরুফ বীন জাকারিয়ার টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

এছাড়াও রামগঞ্জের যুবলীগকর্মী মনোয়ার হোসেন ও কবির হোসেন এবং লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর এলাকার আওয়ামী লীগ কর্মী নুর আলমের মোবাইল ফোন চুরি হয় বলে জানান তিনি।

সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, সম্মেলনস্থলে প্রবেশ করার সময় রায়পুর থেকে একটি মিছিল আসে। ওই মিছিল থেকে তার পকেটে থাকা ৫১ হাজার টাকা এবং ক্যামেরা চুরি হয়ে যায়।