ঢাকা ও চট্টগ্রামে ককটেল হামলায় আহত ৪

বিএনপি জোটের টানা অবরোধ ও হরতালের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম নগরীতে হাতবোমা হামলায় চারজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 04:20 PM
Updated : 3 March 2015, 04:20 PM

এরা হলেন- সোহাগ (২৫), মাইনুদ্দিন মিঠু (২২), পোশাককর্মী জসিম (২২) ও দোকান মালিক কাউছার (৬০)।

এদের মধ্যে প্রথম দুজন মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বোমার  বিস্ফোরণে আহত হন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাড়তলী ও ডবলমুরিং থানায় আলাদা হামলায় বাকি দুজন আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের ফটকের সামনের রাস্তায় একটি ও ভেতরে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

“এতে সোহাগের পেটে ও মিঠুর বাম বাহুতে স্প্লিন্টারের আঘাত লাগে।”

মোজাম্মেল জানান, এর আগে ফকিরাপুল থেকে একলাস, শান্তিনগর থেকে মমিনুল ও শাহবাগ থেকে সাকলাইন নামে তিনজন বোমায় আহত হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাগরিকা এলাকা ও পাহাড়তলী বাজারে দুর্বৃত্তরা ককটেল ছুড়লে কাউছার ও জসিম আহত হন।