বেড়া পৌরসভার নির্বাচন করার নির্দেশ

পাবনার বেড়া পৌরসভার নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সুপ্রিমে কোর্ট প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 03:43 PM
Updated : 3 March 2015, 03:43 PM

একটি রিট আবেদনের রুল নিষ্পত্তি করে বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মাদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

আগামী তিন মাসের মধ্যে স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদুল আলম। 

এই পৌরসভার বর্তমান মেয়র আব্দুল বাতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছোট ভাই।

তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আঁতাত করে এই পৌরসভার নির্বাচন স্থগিত করে রেখেছেন বলে রিট আবেদনে অভিযোগ করা হয়।  

তার মেয়রের পদের বৈধতা চ্যালেঞ্জ ও নির্বাচনের নির্দেশনা চেয়ে এক ভোটারের দায়ের করা রিট আবেদনে গত বছরের ৬ এপ্রিল আদালত একটি রুল জারি করে। সেই রুলের চূড়ান্ত শুনানি নির্বাচন অনুষ্ঠানের এই আদেশ আসে।

মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯(৮) ধারা অনুযায়ী পৌরসভা মেয়রের মেয়াদ ৫ বছর। এ আইনের ২১ ধারায় নির্বাচন কমিশনকে নির্বাচনের ব্যবস্থা করার কথা উল্লেখ আছে।

“কিন্তু এ সব কিছু বাদ দিয়ে এই পৌরসভার মেয়র আব্দুল বাতেন দীর্ঘ ১৫ বছর  একই পদে বহাল আছেন, যা অবৈধ ও সংবিধানের পরিপন্থি।”