না’গঞ্জে বাসে পেট্রোল বোমা, চালক দগ্ধ

বিবৃতি দিয়ে আবার হরতাল বৃদ্ধির মধ্যে নারায়ণগঞ্জ শহরে একটি দূরপাল্লার বাসে পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন এক চালক।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 02:34 PM
Updated : 3 March 2015, 03:29 PM

মঙ্গলবার সন্ধ্যায় নবাব সিরাজদৌল্লাহ সড়কের কালিরবাজার এলাকায় এ ঘটনায় দগ্ধ হন জাহাঙ্গীর আলম বাবু (৪২)।

তাকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বাবু চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার হুরজাপুর এলাকার আতাউর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান,  সন্ধ্যা ৭টার দিকে কালিরবাজার এলাকায় নারায়ণগঞ্জ-চাঁপাইনবাগঞ্জ রুটে চলাচলকারী আলট্রা মডার্ন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩৫১৮) যাত্রী নামিয়ে দিয়ে উকিলপাড়া এলাকায় কাউন্টারে যাচ্ছিল।

পথে পথে ৪/৫ জন দুর্বৃত্তরা হাতবোমার বিস্ফোরণ ঘটায় ও পেট্রোল বোমা নিক্ষেপ করে।

এ সময় চালক জাহাঙ্গীর আলম লাফিয়ে নেমে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে।

ওসি বলেন, পেট্রোল বোমার আগুনে গাড়ির ইঞ্জিনের কভারের কাপড় পুড়ে গেছে। গাড়ির বেশিরভাগ জানালার কাচও ভেঙে গেছে।

আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভায় এবং দগ্ধ চালক জাহাঙ্গীর আলম বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার ডান হাতের কনুই থেকে কবজি পর্যন্ত পুড়ে গেছে।

দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি কাদের।

জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, তিনি আতঙ্কে বাস থেকে নেমে যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে।

এ সময় আশপাশের লোকজন তাকে ত্রিপল দিয়ে ঢেকে দিলে আগুন নিভে যায়।

আগের চার সপ্তাহের মতো মঙ্গলবারও বিএনপির নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে ৭২ ঘণ্টার চলমান হরতাল বাড়ানোর বার্তা দেওয়া হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের নামে বরাবরের মতো এই বার্তা পাঠানো হয়।