চট্টগ্রামে পেট্রোল বোমার মামলায় কাউন্সিলর আসামি

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ও ইপিজেড এলাকায় বাসে পেট্রোলবোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় দুই ওয়ার্ড কাউন্সিলরকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 02:07 PM
Updated : 3 March 2015, 02:07 PM

মঙ্গলবার পাঁচলাইশ ও ইপিজেড থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলাগুলো করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বহদ্দারহাটে বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত ইসলামীর নেতা শামসুজ্জামান হেলালীকে প্রধান করে ১২ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। তারাও বিএনপি-জামায়তের নেতাকর্মী বলে ওসি জানান।

ইপিজেড এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরফরাজ কাদের ও বন্দর থানা বিএনপির সভাপতি আজিজ চৌধুরীসহ ২৮ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওই থানার ওসি আবুল মনসুর।

তিনি বলেন, ইপিজেড থানার এসআই শামসুল ইসলাম বাদী হয়ে করা মামলাটিতে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।