ফেনীতে পেট্রোল বোমাসহ যুবক গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে পেট্রোল বোমা, অস্ত্র ও কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 12:40 PM
Updated : 3 March 2015, 12:40 PM

মঙ্গলবার বিকালে জমাদ্দার বাজারের ইটালি মার্কেট থেকে আবুল হাশেম রাজুকে (২৫) গ্রেপ্তার করা হয়। রাজু উপজেলার দক্ষিণ-পশ্চিম চরদরবেশ গ্রামের আবুল কালামের ছেলে।

রাজু স্থানীয়ভাবে ছাত্রদলকর্মী হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি নবীর হোসেন জানান, সকালে জমাদ্দার বাজার থেকে চাঁদার দাবিতে ওমর ফারুক নামে এক ব্যবসায়ীকে আপহরণ করে স্থানীয় জলদস্যু ভাগিনা কালাম বাহিনী।

এ ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে বিকালে জমাদ্দার বাজারের ইটালি মার্কেটের একটি দোকান থেকে অপহৃত ব্যবসায়ী ওমর ফারুককে উদ্ধার করা হয়।

এ সময় পুলিশ অপহরণে জড়িত অভিযোগে আবুল হাশেম রাজুকে গ্রেপ্তার করে।

ওসি জানান, পুলিশ তার কাছ থেকে দুটি পেট্রোল বোমা, একটি দেশে তৈরি পাইপ গান, একটি কার্তুজ ও একটি ছুরি উদ্ধার করে।

তিনি আরও জানান, রাজু স্থানীয়ভাবে ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ইতোপূর্বে থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

ব্যবসায়ী অপহরণ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় বিস্ফোরক দ্রব্য ও অপহরণ আইনে আবার মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।