লিটনের বাড়িতে বোমা: মামলায় আসামি ১৩

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়িতে বোমা হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 12:10 PM
Updated : 3 March 2015, 12:10 PM

মঙ্গলবার দুপুরে বোয়ালিয়া থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, মামলায় বর্তমান সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের দুই ভাই মোস্তাক হোসেন ঝুন্টু ও মাইমুল হাসান বাবুসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।

এ তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলায় আরও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করা হয় বলেও তিনি জানান।

সোমবার রাতে এএইচএম খায়রুজ্জামান লিটনের নগরীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

এরপর রাত ১১টার দিকে পুলিশ মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বাসায় তল্লাশি চালিয়ে তার দুই ছোট ভাই মোস্তাক হোসেন ঝন্টু ও মাইমুল হাসান বাবুসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রতিবাদে বিক্ষোভ

লিটনের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ ও রেলওয়ে শ্রমিক লীগ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্রলীগ।

মিছিলে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি ঘোষ প্রমুখ।

বেলা ১২টার দিকে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।

আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে মিছিলে সংগঠনের আহবায়ক ইব্রাহীম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সাড়ে ১২টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিক লীগের আরবিআর ও ওপেন লাইন শাখা যৌথভাবে বিক্ষোভ মিছিল করে।

রেল ভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ওয়ালি খান, আরবিআর শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক আক্তার আলী প্রমুখ।