বুধবারের এসএসসি পরীক্ষাও স্থগিত

লাগাতার অবরোধের মধ্যে বিএনপি জোট নতুন করে হরতাল বাড়ানোয় বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 12:05 PM
Updated : 3 March 2015, 12:52 PM

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবারের স্থগিত পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

বুধবার এসএসসিতে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, কর্মমুখী শিক্ষা (তত্ত্বীয়), কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়), বেসিক ট্রেড (তত্ত্বীয়), চারু ও কারুকলা (তত্ত্বীয়) পরীক্ষা ছিল।

দাখিলে ছিল পৌরনীতি, মানতিক, কৃষিশিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), উর্দু, ফার্সি, কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা।

এসএসসি ভোকেশনাল ও ভোকেশনাল দাখিলে বুধবার কোনো পরীক্ষা ছিল না।

আগের পাঁচ সপ্তাহের মতোই বিএনপির নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এবারও হরতাল বাড়ানোর বার্তা দেওয়া হয়েছে। হরতালের কারণে এবার এসএসসিতে ১৩ দিনের ২৭২টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেছে।

অবরোধ ও হরতালের মধ্যে এবার পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে কেবল সাত দিন; তাও ছুটির দিন শুক্র ও শনিবার।

এর আগে ২, ৪, ৮, ১০, ১২, ১৫, ১৮, ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১ ও ৩ মার্চের পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে যায়।

২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।