যুদ্ধাপরাধ: জামালপুরের শামসুল, ইউসুফ কারাগারে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জামালপুরের অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক ও এস এম ইউসুফ আলীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 12:01 PM
Updated : 3 March 2015, 12:20 PM

তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি নিয়ে আগামী ৩০ মার্চ প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।

এই দুই আসামিকে মঙ্গলবার আদালতে এ হাজির করা হলে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়তুল হাসান তাদের কারাগারে পাঠাতে বলেন।

এই দুইজনসহ জামালপুরের মোট আট ব্যক্তির বিরুদ্ধে সোমবার গ্রেপ্তারি পরোয়ান জারি করে ট্রাইব্যুনাল।

বাকি ছয়জন হলেন- জামালপুরের মিয়াপাড়ার মোহাম্মদ আশরাদ হোসেন (৬৪), কাচারীপাড়ার অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন (৭১), মোহাম্মদ আব্দুল মান্নান (৬৬), বগাবাইদের মোহাম্মদ আব্দুল বারী (৬২), হারুন (৫৮) ও মোহাম্মদ আবুল হাসেম (৬৫)।

পরোয়ানা জারির পর সন্ধ্যায় অভিযান চালিয়ে শামসুল ও ইউসুফকে গ্রেপ্তার করা হয় বলে জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান।

এদের মধ্যে মোহাম্মদ শামসুল হক (৭৭) জামালপুর জেলা জামায়াতের সাবেক আমির। আর এস এম ইউসুফ আলী (৮৪) সিংহজানী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।