চট্টগ্রাম বিমান বন্দরে ২০০টি সোনার বার জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো থেকে ২০০টি সোনার বার এবং বিপুল পরিমাণ সীসা উদ্ধার করেছে শুল্ক বিভাগ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 09:45 AM
Updated : 3 March 2015, 02:24 PM

মঙ্গলবার দুপুরে একটি লাগেজ ও বিভিন্ন কার্টন থেকে বার ও সীসাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান সহকারী কাস্টমস কমিশনার সেলিম রেজা।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কার্গোতে থাকা একটি লাগেজের ভেতরে থাকা চার্জ লাইটের ব্যাটারির স্থান থেকে থেকে ২০০টি সোনার বার উদ্ধার করা হয়।

এছাড়া ১২টি কার্টন থেকে ৮৭ কেজি সীসা পাওয়া যায় বলে জানান সহকারী কমিশনার সেলিম।

সোমবার রাত দেড়টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রাম আসা ‘এয়ার এরাবিয়ার’ একটি ফ্লাইটে এগুলো আনা হয় বলে জানান তিনি।

কাস্টম কর্মকর্তা সেলিম আরও জানান উদ্ধার করা স্বর্ণবারগুলোর ওজন ২৩ দশমিক ৩২৮ কেজি।