দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, গাড়ি ভাংচুর

রাজধানীতে বাসের চাপায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হওয়ার পর চন্দ্রিমা উদ্যান থেকে আগারগাঁও পর্যন্ত সড়কে গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 08:47 AM
Updated : 3 March 2015, 01:27 PM

রোকেয়া সরণীতে তাদের বিক্ষোভের কারণে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আগারগাঁও মোড় পর্যন্ত রাস্তায় প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। 

তেজগাঁও পুলিশের সহকারী কমিশনার আফরুজুল হক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কাছে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আলী আহমেদ। তবে তিনি কোন বর্ষের ছাত্র ছিলেন তা জানা যায়নি।  

কাফরুল থানা পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করেছে বলে সহকারী কমিশনার জানান।

ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার পরপরই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং আশেপাশের সড়কে প্রায় ২০-২৫টি গাড়ি ভাংচুর করে। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর প্রায় আড়াই ঘণ্টা তারা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক আটকে বিক্ষোভ দেখায়। 

সহকারী কমিশনার আফরুজুল হক জানান, বিক্ষুব্ধদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার পর বেলা ২টার দিকে আবার যানচলাচল শুরু হয়।