যুদ্ধাপরাধ: জামালপুরের ৮ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামালপুরের আট ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 11:47 AM
Updated : 2 March 2015, 11:47 AM

এরা হলেন- জামালপুরের মিয়াপাড়ার মোহাম্মদ আশরাদ হোসেন (৬৪), কাচারীপাড়ার অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন (৭১), মোহাম্মদ আব্দুল মান্নান (৬৬), বগাবাইদের মোহাম্মদ আব্দুল বারী (৬২), হারুন (৫৮), মোহাম্মদ আবুল হাসেম (৬৫), অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক (৭৫) এবং এস এম জামালপুরের পুরাতন বাসস্ট্যান্ডের ইউসুফ আলী (৮৩)।

একই সঙ্গে আগামী ৩০ মার্চের মধ্যে এদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার প্রসিকিউশনের এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়।

আসামিদের গ্রেপ্তার চেয়ে আবেদন এবং এর শুনানি করেন প্রসিকিউটর তাপস কান্তি বল।

পরে শুনানি শেষে ওই আটজনকে গ্রেপ্তারের আদেশ দেয় ট্রাইব্যুনাল। এসময় ট্রাইব্যুনালে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।