গাইবান্ধায় চোলাই মদ পানে ৩ জনের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে চোলাই মদ পান করার পর তিনজনের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 11:33 AM
Updated : 2 March 2015, 11:33 AM

কোমরপুর বাজার এলাকার ভগবানপুর গ্রামের মোহনলাল রবিদাসের মেয়ের বিয়ের অনুষ্ঠানে শনিবার রাতে তারা চোলাই মদ পান করেন। সেদিন থেকে সোমবারের মধ্যে এ তিন জনের মৃত্যু হয়।

মৃত তিনজন হলেন পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের মতিলাল রবিদাসের ছেলে মোখলাল রবিদাস (৩৫), বগুড়া সদরের সূত্রাপুরের লক্ষ্মণ রবিদাসের ছেলে রবিলাল রবিদাস (৪৫), রংপুর সদরের শাপলা চত্বরের জাগলাল রবিদাসের ছেলে ভাসানী রবিদাস (৪০)। এরা সবাই মোহনলাল রবিদাসের আত্মীয়।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, শনিবার মোহনলাল রবিদাসের মেয়ে লীলা রানী বরিদাসের বিয়ের নিমন্ত্রণে ওই বাড়িতে আসেন রবিলাল ও ভাসানী। বিয়ের অনুষ্ঠান শেষে রাতে ওই অনুষ্ঠানে আমন্ত্রিত আত্মীয়স্বজন এবং কনের চাচা মোখলাল চোলাই মদ পান করেন। এতে তারা বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

তিনি বলেন, শনিবার ভোর রাতে অসুস্থ মোখলাল রবিদাসকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরপর বিষয়টি গোপন রাখা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কনের মামা রবিলাল রবিদাস ও সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভাসানী রবিদাস মারা যান।

পুলিশ তদন্তে নেমেছে বলেও জানান ওসি মজিবুর।