সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৭০

সিলেটের গোয়াইনঘাটে গোচারণভূমি নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 10:17 AM
Updated : 2 March 2015, 10:17 AM

সোমবার সকাল ৭টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গোফসি ও সিটিংবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে ১৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মধ্যে কয়েকজনকে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গোয়াইনঘাট থানার ওসি আবদুল হাই জানান, সিটিংবাড়ি হাওরের প্রায় ৪০ বিঘা গোচারণ ভূমি নিয়ে সিটিংবাড়ি ও গোফসি গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল।

সোমবার সকালে সিটিংবাড়ি গ্রামের লোকজন বোরো চাষের জন্য ওই গোচারণ ভূমিতে বাঁধ দিতে যায়। খবর পেয়ে গোফসি গ্রামের লোকজন গিয়ে তাতে বাধা দেয়।

এক পর্যায়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই গ্রামের লোকজন দেশি অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ৭০ জন আহত হয়।

পরে পুলিশ গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি শান্ত করে বলে জানান ওসি হাই।