কক্সবাজারের অস্ত্রসহ নারী আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্ত্রসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 10:00 AM
Updated : 2 March 2015, 10:00 AM

টেকনাফ থানার ওসি আতাউর রহমান খন্দকার জানান, সোমবার সকালে লেদা এলাকার মৌলভীপাড়ার একটি বাড়ি থেকে সালেহা বেগমকে ( ২৬) আটক করা হয়।

সালেহা বেগম হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মৌলভীপাড়ার শেখ আহম্মদের স্ত্রী।

ওসি আতাউর আরও জানান, আটক নারীর স্বামী শেখ আহম্মদ আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ও ইয়াবা বিক্রেতা এবং পুলিশের কালো তালিকাভুক্ত।

তার বিরুদ্ধে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

তিনি জানান, আহম্মদ বাড়িতে অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল। তাকে পাওয়া না গেলেও আগ্নেয়াস্ত্রসহ তার স্ত্রীকে আটক করা হয়।

এ সময় ওই বাড়িতে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, দুটি ম্যাগজিন, চার রাউন্ড বুলেট, এক রাউন্ড কার্তুজ এবং দুটি কার্তুজের খালি খোসা পাওয়া যায়।

এ ঘটনায় আটক সালেহাকে প্রধান আসামি ও তার স্বামীকে পলাতক আসামি দেখিয়ে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।