জয়শঙ্কর আসছেন সোমবার

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়নে নরেন্দ্র মোদীর প্রয়াসের অংশ হিসেবে সোমবার ঢাকা সফরে আসছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 05:27 PM
Updated : 1 March 2015, 05:27 PM

তার এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় গুরুত্ব্পূর্ণ সব বিষয়ই আলোচনায় উঠবে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী দায়িত্ব নেওয়ার ছয় মাসের মাথায় গত মাসের শেষ দিকে সুজাতা সিংকে সরিয়ে জয়শঙ্করকে পররাষ্ট্র সচিব করেন।

সার্ক দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে নতুন পররাষ্ট্র সচিবকে প্রতিবেশী দেশগুলোতে পাঠাচ্ছেন মোদী।

ভুটান থেকে রোববার শুরু হয়েছে জয়শঙ্করের ‘সার্ক যাত্রা’। থিম্পু থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তান যাবেন তিনি।

জয়শঙ্কর সকাল সাড়ে ৯টায় ঢাকায় নামার পর বিমানন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।  

সকাল সোয়া ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন জয়শঙ্কর। এরপর পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি।   

সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের দেখা করার কথা রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, জয়শঙ্করের এই সফর ঝুলে থাকা তিস্তা চুক্তি সইয়ের ক্ষেত্রে গতি দেবে।

এছাড়া স্থল সীমান্ত চুক্তিও উঠবে আলোচনায়, যা কার্যকরে ভারতের পার্লামেন্টের চলতি অধিবেশনেই সংবিধান সংশোধন বিল পাসের আশা করা হচ্ছে।

কংগ্রেস ক্ষমতায় থাকাকালে ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির মুখে তা আটকে যায়।

সে সময় স্থল সীমান্ত চুক্তি কার্যকরেরও বিরোধিতা করেছিলেন মমতা। তবে গত বছর ভারতের লোকসভা নির্বচনে জয়ী হয়ে বিজেপি সরকার গঠনের পর অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেন মমতা।

মমতা তার সাম্প্রতিক ঢাকা সফরেও এই দুটি বিষয়ে ইতিবাচক বার্তা বাংলাদেশ সরকারকে দিয়ে যান।