অভিজিৎ হত্যার ছায়া নিউ ইয়র্কে বইমেলায়ও

বিজ্ঞানমনস্ক লেখক ব্লগ সাইট মুক্তমনা সম্পাদক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড ছায়া ফেলেছে নিউ ইয়র্কে মুক্তধারার উদ্যোগে অনুষ্ঠানরত একুশে গ্রন্থমেলায়ও।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 05:25 PM
Updated : 1 March 2015, 05:25 PM

শনিবার মেলার একাদশতম দিনের নির্ধারিত সব অনুষ্ঠান বাতিল করে সবাই বিক্ষোভে শামিল হন।

নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পাবলিক স্কুল মিলনায়তনে বইমেলাস্থলে এই বিক্ষোভ সমাবেশে অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

অভিজিতের ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে এফবিআই যে সহায়তার প্রস্তাব দিয়েছে, তা গ্রহণ করতেও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান এই প্রবাসীরা।

প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন, লেখক আনিসুল হক, লেখক-সাংবাদিক  হাসান ফেরদৌস, ফেরদৌস সাজেদীন, নিনি ওয়াহেদ, সউদ চৌধুরী, নাজমুল আহসান, রতন তালুকদার, দর্পণ কবীর, আহমেদ মুসা, ফকির ইলিয়াস, আকবর হায়দার কিরন, জয়ন্ত নাগ, লুৎফুন নাহার লতা, রানু ফেরদৌস ও তানভীর রাব্বানী।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে আসা ২০ জন কবি এদিন প্রতিবাদী কবিতা পড়েন।

যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক অভিজিৎ বাংলাদেশে ফেরার পর গত বৃহস্পতিবার বইমেলার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে দুর্বৃত্তের হামলায় নিহত হন।

লেখালেখির কারণে তাকে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী হুমকি দিয়ে আসছিল।