সীমান্তে সোয়াইন ফ্লু সতর্কতা

ভারতে সোয়াইন ফ্লু আক্রান্তর খবরে বাংলাদেশ সীমান্ত চেকপোস্টগুলোতে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 11:40 AM
Updated : 1 March 2015, 12:08 PM

বাংলাদেশ-ভারত চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন এবং সড়কপথে ভারত থেকে বাংলাদশে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে সীমান্ত চেকপোস্টে।

গত দুদিন ধরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ও জয়নগর চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা শুরু হলেও রোববার থেকে সতর্কতা আরও বাড়ানো হয়েছে।

রোববার থেকে জয়নগর চেকপোস্টে ও দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে চার সদস্যের মেডিকেল টিম কাজ করছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান নুপুর জানান, সীমান্তের ওপারে বিশেষ করে পশ্চিমবঙ্গ এলাকায় সোয়াইন ফ্লুতে আক্রান্তের খবর জানার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোয়াইন ফ্লু নিয়ে কাজ শুরু করা হয়েছে।

আগে থেকেই এ সীমান্তপথে ইবোলা ভাইরাস নিয়ে স্বাস্থ্য বিভাগের কাজ চলছিল। তার সঙ্গেই সোয়াইন ফ্লু নিয়েও কাজ শুরু হয়।

তবে, এখনও সন্দেহজনক কাউকে শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।

তিনি আরও জানান, সোমবার থেকে জয়নগর চেকপোস্টে তাঁবু টাঙিয়ে হান্ড মাইক ব্যবহার করে সচেতনতা চালাবে স্বাস্থ্য বিভাগ।

দর্শনা রেল স্টেশনের স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী জানান, গত শনিবার মৈত্রী ট্রেনে ৩৫১ জন যাত্রী বাংলাদেশে আসে। রোববার ভারতের কলকাতা থেকে যাত্রী এসেছে ২০৫ জন। ২৩ জন যাত্রীর টিকিট বরাদ্দ থাকলেও তারা আসেননি।

চুয়াডাঙ্গা বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান বলেন, “আমাদেরকেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখভাল করার জন্য নির্দেশ দিয়েছে। সীমান্তের ওপার থেকে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীরা যাতে কোনোভাবেই এদেশে আসতে না পারে সেজন্য বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।”