হরতাল-অবরোধ নিয়ে ব্যবসায়ীদের রিট

হরতাল অবরোধ নিয়ে এফবিসিসিআইসহ চার ব্যবসায়ী সংগঠন উচ্চ আদালতে রিট করেছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 10:57 AM
Updated : 1 March 2015, 10:57 AM

রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ রিটের ফের শুনানির জন্য সোমবার দিন ঠিক করেন।

আবেদনকারী পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী।

এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএর পক্ষে দায়ের করা রিটটি রোববার ওই আদালতের কার্যতালিকায় ছিল। নিজ নিজ সংগঠনের পক্ষে সভাপতিরা এতে বাদী হিসাবে রয়েছেন।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পাটিসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ অনেককে বিবাদী করা হয়েছে।

নিজেদের ক্ষতির কথা উল্লেখ করে জনস্বার্থে রিট করা যায় কি-না, এ বিষয়ে আদালতে শুনানি হয়।