গাজীপুরে কারখানায় পানি খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 10:17 AM
Updated : 1 March 2015, 10:17 AM

রোববার ‘মৌচাক নিটনিটওয়্যার’ নামের কারখানায় এ ঘটনার পর শ্রমিকদের ছুটি দেওয়া হয়।  

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকাল ৮টায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কয়েকজন কারখানার সাপ্লাইয়ের পানি পান করেন।

এরপর তাদের পেট ব্যথা শুরু হয়, সঙ্গে বমি বমি ভাব।

এসআই সাইফুল আরও জানান, কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের মৌচাক ও কোণাবাড়ির বিভিন্ন ক্লিনিকে পাঠায়। অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকলে বেলা ১০টার দিকে কারখানা ছুটি ঘোষণা করে।

অসুস্থ শ্রমিক নাজমা, দেলোয়ার, মেজবাহ, শেফালী জানান, পানিতে তীব্র দুর্গন্ধ ছিল।